অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে হাবিবুর রহমান (৩৫) নামের এক কাঁচামাল ব্যাবসায়ি নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকইলের হাসান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল কিনে ঠাকুরগাঁও জেলায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। রবিবার তিনি বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল ও কপি কিনে পিকআপ ভ্যানে বোঝাই করে মালামালের উপর বসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড় নামক স্থানে পৌঁছলে পিকআপ চালক মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মাল বোঝাই পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় হাবিবুর রহমান কাঁচামাল ও ভ্যানের নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকশে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনা নিশ্চিত করেন,সংবাদ পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।