অন্তর আহম্মেদ,নওগাঁঃআওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের সন্তান নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন জলিল জন এর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা নওজোয়ান মাঠ থেকে মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জনের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। পরে নওজোয়ান মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জলিল জন বলেন, নওগাঁয় প্রয়াত নেতা আব্দুল জলিলের অসামাপ্ত কাজ সম্পন্ন করতে গত সাড়ে চার বছর থেকে সদর আসনের প্রতিটি এলাকাতে ঘুরেছেন । উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি ।বিভিন্ন শ্রেণি পেশার নেতা কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগে অংশ গ্রহন করেন ।