অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ৪ বারের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় বিবৃতি প্রদান করেছেন। শনিবার দুপূরে এই বিবৃতি প্রদান করেন আলমগীর কবির। আলমগীর কবির বলেন,কতিপয় বিএনপির নামধারী এলাকায় আওয়ামীলীগের সাথে আতাতকারি ব্যক্তি নওগাঁয় আমার সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টির উদ্দেশ্যে অসভ্য প্রচারণার আশ্রয় নিয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আমি নওগাঁর আত্রাই ও রানীনগর (নওগাঁ-৬) এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হবো। তখনই নির্ধারিত হবে এখানকার জনগণের কাছে কে গ্রহনযোগ্য, আর কে অবাঞ্চিত? আতংকগ্রস্থ হয়ে প্রলাপ না বকার জন্য হাতেগোনা সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিকে আহবান জানাচ্ছি। যথাসময়ে আমরা নির্বাচনের ময়দানে মিলিত হবো বলে আশা করছি। আলমগীর কবির নওগাঁ-৬ আসন থেকে ইতিপূর্বে ৫ম, ৬ষ্ঠ,৭ম ও ৮ম সংসদে ৪বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। উল্লেখ্য, নওগাঁ-৬ আসন থেকে বিএনপি থেকে আলমগীর করিব মনোনয়ন ফরম তোলায় রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপির নেতাকর্মী গত বৃহস্পতিবার দুপূরে জেলা বিএনপি অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে আলমগীর করিব অবাঞ্চিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি ও রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফাক জেমস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক একেএম জাকির হোসেন, আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তসলিম উদ্দিন ও আব্দুল মান্নানসহ দুই উপজেলার বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Discussion about this post