মোঃ ফয়সাল এলাহীঃএবার ভেজাল মসলার কারখানা। পচা-বিবর্ণ মরিচের সঙ্গে লাল রং। ধনিয়া ও জিরার গুঁড়োর সঙ্গে কাঠের গুঁড়ো। হলুদের সঙ্গে ছোলা ও বুটের ডাল। এভাবে ভেজাল করা হতো বোয়ালখালীর মসলা তৈরির কারখানাটিতে। পরে এসব মসলা চলে যেত নগরীসহ বিভিন্ন জায়গায়। সোমবার (৯ এপ্রিল) বোয়ালখালীর মধ্যম কধুরখীলে এ ভেজাল কারখানায় অভিযান চালায় পুলিশ। এর আগে বুধবার (৪ এপ্রিল) একটি ভেজাল মবিলের কারখানাতেও অভিযান চালায় পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাস রানা জানান, ভেজাল মসলা কারখানায় অভিযানের সময় ব্যবসায়ী মো. আলমগীরকে গ্রেফতার করা হয়। ভেজাল করার উপকরণসহ হাতেনাতে ধরা হয় তাকে। আলমগীর মধ্যম কধুরখীল ৫ নম্বর ওয়ার্ডের জলিল সওদাগরের বাড়ির মৃত আবুল হোসেন মুন্সির ছেলে। ওসি জানান, রমজানকে সামনে রেখে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর চাহিদামতো নকল ও ভেজাল মসলা তৈরি করে নগরীসহ বিভিন্ন বাজারে সরবরাহ দেওয়া হতো ওই কারখানা থেকে।