বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ দপ্ততরের আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা ও জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার ১৯ মে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন,
বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন ইমাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কে এম রোকনুজ্জামান , সহকারি প্রকৌশলী এ এফ এম জিয়া উদ্দিন, মোহাম্মদ নাজির আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী শালিম মাহমুদ, বিপুল কৃষ্ণ দাস, শফিউল কাদির প্রমূখ
সূত্র জানায়, নগরীর কেবি দোভাষ লেইন,গোসাইলডাঙ্গা,
এক্সেস রোড, হাজী পাড়া, পুরাতন হালিশহর রোড,দাইয়াপাড়া,সরাইপাড়া, এলাকায় অভিযান চালিয়ে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ১৪,৭৪,৪৬৮ (চৌদ্দ লক্ষ চুয়াত্তর হাজার চারশত আটষট্টি) টাকা আদায়ের লক্ষ্যে সর্বমোট ১৪ টি মামলা করা হয় ।
এছাড়াও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার এর দায়ে একজন কে ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা এবং মামলা করা হয়েছে।
উক্ত অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন জানান, ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post