বিশেষ প্রতিনিধিঃনগরীর পাঁচলাইশ থানাধীন ডক্টরস হসপিটালের পাশে ফিনলে প্রোপার্টিজ কর্তৃক অবৈধভাবে পাহাড় কেটে ১৮ তলা বিশিষ্ট আবাসিক ভবন (এমএন মেরী গোল্ড) তৈরির চেষ্টার অভিযোগে ফিনলে প্রোপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার ৪ সেপ্টেম্বর শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক ফিনলে প্রোপার্টিজ লিমিটেডকে এ জরিমানার আদেশ দেন।
উক্ত বিষয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় এমএন মেরী গোল্ড নামের ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করে ফিনলে প্রপার্টিজ লিমিটেড।
এ বিষয়ে উক্ত স্থানে বিল্ডিং নির্মাণের জন্য অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ পেয়ে আমরা সেখানে অভিযান চালাই । এসময় উক্ত স্থানে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে বুধবার শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ৩ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশ থানাধীন ডক্টরস হসপিটাল সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের টিম। এরই প্রেক্ষিতে বুধবার ৪ সেপ্টেম্বর তাদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয় ।