৭১ বাংলাদেশ প্রতিবেদকঃনগরীর ও জেলার বিভিন্ন স্থানে গত তিন মাসের জব্দ করা প্রায় ২০ লক্ষ টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) র্যাবের সহযোগিতা ডিসি অফিসে মালখানায় জব্দ রাখা এসব ওষুধ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান।
তিনি বলেন, তিন মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ও মেয়াদবিহীন প্রায় ২০ লক্ষ টাকার ওষধ জব্দ করা হয়। কর্ণফুলী নদীর তীরে এই ওষুধ ধ্বংস করা হয়েছে।