১০০০ পিস ইয়াবাসহ এএসআই আটক ইয়াবা সহ গ্রেফতারের দায়ে সিএমপির বাকলিয়া থানার বরখাস্ত হওয়া এএসআই রিদুয়ান ফের ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন নগর গোয়েন্দা পুলিশের হাতে। এসময় ইয়াবা বেচাকেনার সময় ১ হাজার পিস ইয়াবাসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার বারাইপাড়া এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর-দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বাকলিয়ার সাবেক এএসআই রিদুয়ান ইয়াবাসহ ২০১৬ সালের নভেম্বর মাসে গ্রেফতার হলে তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। পরে কারাগার থেকে জামিনে এসে তিনি ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
Discussion about this post