বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওয়ারলেস কলোনী এলাকায় অভিযান চালিয়ে এলজি,কার্তুজ সহ মোঃ পারভেজ (৩৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, বুধবার ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মোনাফ, এসআই (নিরস্ত্র) মোঃ আলাউদ্দিন, এএসআই মোঃ খোকন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়ারলেস কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি এলজি, ১ রাউন্ড কার্তুজসহ মোঃ পারভেজ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় অস্ত্র, খুন, মাদকসহ মোট ১৪ টি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।