বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর আমিন হাজী রোডস্থ ম্যাচ ফ্যাক্টরীর গলির মুখ থেকে তাকে আটক করা হয় বলে ওসি নেজাম উদ্দীন জানান।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৩৩) মিয়াখান নগর এলাকার হক সাহেবের বাড়ির নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, লালদিঘী পাড়ের আমানত শাহ (রহঃ) এর মাজার জেয়ারত শেষে বাসায় ফেরার পথে গাড়ি চালক মো. হৃদয়কে (১৮) থামায়, জাহাঙ্গীর ও তার দুই সহযোগি। এ সময় জাহাঙ্গীর নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে হৃদয়ের পরনের গেঞ্জি খুলে তার প্যান্টের সকল পকেট তল্লাশী করতে থাকে। এবং হৃদয়কে মামলায় ফাঁসিয়ে দিবে বলে ভয় দেখায়।
একপর্যায়ে হৃদয়ের প্যান্টের পকেটে থাকা তার বাবার চিকিৎসার খরচের জন্য নেওয়া নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় জাহাঙ্গীর। তাদের কর্মকাণ্ডে হৃদয়ের সন্দেহ হলে সে আশেপাশের লোকজনকে ডাকে এবং বিষয়টি জানায়। আশপাশের লোকজন বিষয়টি যাচাই করার জন্য বাকলিয়া থানায় অবহিত করলে ওসি তাৎক্ষণিকভাবে টহল টিমকে ঘটনাস্থলে পাঠান।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, ডিবি পুলিশ পরিচয় দেওয়া জাহাঙ্গীরের কাছ থেকে ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী হৃদয়।