বিশেষ প্রতিনিধিঃনগরীর বায়েজিদ থানাধীন বড় দীঘির পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ১২ শিক্ষক। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুরে দুর্ঘটনা টি ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহনকারী একটি বাস সিএনজিচালিত অটোরিক্সাকে সাইট দিতে গিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ১২ জন শিক্ষক আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।