বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম মহানগর এলাকায় ডিউটি করাকালে অতিঃ উপ-পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে সহকারী পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিন) পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে বিশেষ টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে আবুল খায়ের কোম্পানীর SEYLON চা-পাতার মোড়ক ও ট্রেডমার্ক নকল করে SEVRON নাম দিয়ে সিলিং মেশিনের মাধ্যমে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করাকালে ঘটনাস্থল হতে ১০-০২ -২০২০ইং গ্রেপ্তার করা হয়েছে ।
সূত্র জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ১ টি সীলিং মেশিন, ৩ টি প্যাকেজিং রোল, ১০৩টি চা পাতা ভর্তি প্যাকেট ও ১০০টি খালি প্যাকেট সহ আটক করা হয়
মোঃ সহিদুল ইসলাম(৩২), মোঃ রবিউল হোসেন(২৮), ইমাম হোসেন প্রকাশ সাজ্জাদ(২৫) সর্ব পিতা-ইছহাক মিয়া, মাতা-রাজিয়া বেগম, সাং-আলী আকবর চৌধুরী বাড়ী, আজিম পুর, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে রফিক সওদাগরের ভাডাঘর, কাপ্তাই রাস্তার মাথা, থানা-চান্দগাঁও চট্টগ্রাম
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।
Discussion about this post