বিশেষ প্রতিবেদকঃনগরীতে পাঁচলাইশ থানার মুরাদপুর অ্যালুমিনিয়াম গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়েছে ৩টি দোকান।
শনিবার (৩১ অক্টোবর) আনুমানিক ভোর ৪টায় এ আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলী আকবর।
তিনি বলেন, একটি ছোট অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোর আনুমানিক ৪টায় এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ২টি ফার্নিচারের দোকানসহ একটি অ্যালুমিনিয়াম কারখানা পুড়ে যায়। দমকল বাহিনী ভোর আনুমানিক ৫টা বাজে আগুন নির্বাপণ করেন। এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে রিপোর্টের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলী আকবর।
ফাইল ফটো