বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইনকন্ট্রেড কনটেইনার ডিপোর ওয়ার্কশপে প্রতিদিনের মত চলছিল গাড়ি সারানোর কাজ। সেই কাজে যোগ দিয়েছিলেন মুক্তার, আরমান এবং নেওয়াজ।
বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে সেখানে একটি গাড়ির ডিজেলের ট্যাঙ্ক ওয়েল্ডিংয়ের কাজে ব্যস্ত ছিলেন আরমান। তার পাশেই কাজের ধ্যানে ছিলেন নেওয়াজ, মোক্তার সহ অন্যান্যরা। ঠিক ওই সময়ে ওয়েল্ডিং কাজের ‘একটু অসতর্কতায়’ ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ।
বিস্ফোরণে চোখের পলকেই দুমড়ে মুচরে যায় পাশে থাকা লাল ট্রাকটি। ভেঙ্গে পড়ে গাড়ির গ্লাস, পুড়ে ছাই হয় দরজা। এই লেলিহান আগুন নিমিষেই গিলে খায় মুক্তার আরমান ও নেওয়াজের তাজা প্রাণ।
বুধবার দুপুরে নগরীর পতেঙ্গায় বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) ইনকন্ট্রেডে ঘটে যাওয়া দুর্ঘটনা এমনটাই বিভৎস – বলছিলেন নিহত ৩ শ্রমিকের সহকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিস্ফোরণের চাপে প্রায় ৫ ফুট দূরে গিয়ে ঘটনাস্থলেই কন্টেইনারের পাশে পুড়ে অঙ্গার হয় আরমান। মুহুর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের ভেতর কারা জ্বলছে তা সামান্য দূর থেকে বুঝে উঠতে পারছিলেন না সহকর্মীরা।
ওই ডিপোতে কর্মরত ও প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অদূরেই ছিলেন তারা। অন্যদিকে নিহত আরমান, মুক্তার ও নেওয়াজের কাছাকাছি ছিল ড্রাইভার ও ‘ডেন্টিং মিস্ত্রি’ সহ অন্তত আরও ২ জন। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলের কাছাকাছি ছিলো প্রায় ১৫টি ট্রাক-কন্টেইনারবাহী (এফএলটি)ক্রেন। এর মধ্যে লাল ও হলুদ রংয়ের দুটি ট্রাকের মধ্যবর্তী স্থানে ওয়েল্ডিংয়ের কাজ করছিল আরমান।
দুর্ঘটনায় নিহত নেওয়াজ ব্যস্ত ছিল হলুদ রংয়ের ট্রাকটি সারানোর কাজে। পাশাপাশি লাল ট্রাকটিতে কাজ করছিল ডেন্টিং মিস্ত্রি । বিস্ফোরণে মুক্তার, আরমান ও নেওয়াজের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে ডিপোর ম্যানেজার মো. ইয়াসিন জানান, দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিকের দাফন-কাফনসহ আনুষাঙ্গিক দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে অফিসিয়ালভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, ডিপোর একটি গাড়িতে ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।