চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকা থেকে ভিক্ষুক ছদ্মবেশ নিয়ে পুলিশ এক চিহ্নিত মাদকব্যবসায়ীকে আটক করে। শুক্রবার (২৭ আগস্ট) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ জানায়, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে এই কৌশল অবলম্বন করে।
সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যায়, এএসআই সাইফুল আলম ও এএসআইরণেশ বড়ুয়া কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ হতে আসামী মোঃ আলী হোসেন (৭০) কে গ্রেপ্তার করেন।
থানা সূত্রে জানা গেছে, আসামী ২০১১ইং সালে তার মেয়ে মোছাঃ নুর বেগম (৩৭) সহ ১০০ বোতল ফেন্সিডিল নিয়ে র্যাব-০৭, চট্টগ্রাম এর হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে র্যাব-০৭ এর দায়ের করা মামলা নং-৪৬, তাং-২৮/১২/১১, ধারা-১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) বিচারকার্য শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৫ম আদালতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Discussion about this post