বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সাংবাদিক কামাল উদ্দিন বলেন মহামারী করোনার প্রাদুর্ভাব চলাকালীন এই সময়ে তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন তিনি অসুস্থ্য থাকা অবস্থায় তার পিতার খরিদা সম্পত্তি একদল সন্ত্রাসীর মাধ্যমে জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। তিনি বলেন তাহার পরিবার ও তার জানমালের নিরাপত্তার জন্য ৩/১২/২০২০ ইং ৮ জনকে অভিযুক্ত করে ডবলমুরিং মডেল থানায় জিডি দায়ের করেছেন,জিডি নং ১৭২ ।
অভিযুক্তরা (১) মোঃ কামাল (২) মোঃ ইয়াকুব আলী (৩) মাহিফুলা বেগম (৪)পেয়ারা বেগম (৫) খালেদা বেগম (৬) নূর বেগম (৭) ইয়াসমিন বেগম (৮) নাসিমা বেগম ।পিতাঃ মৃত নোয়াব আলী। নোয়াব আলী বাড়ী, পানওয়ালা পাড়া, থানা ডাবলমুরিং, চট্টগ্রাম ।
সাংবাদিক কামাল উদ্দিন আরো বলেন অভিযুক্তরা তার ভুমিতে অবৈধভাবে নির্মাণ কাজ আরম্ভ করে,কামাল উদ্দিন ও তার পরিবার বাধা প্রদান করতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ,করে এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়।
এই বিষয়ে অভিযুক্তগণের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তাহারা বলেন উক্ত ভূমি তাহাদের পৈত্রিক সম্পত্তি ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক কামাল উদ্দীনের পরিবার ।
Discussion about this post