শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যায়নরত ১৪ বছরের কিশোরী স্বপ্না আক্তার তৃপ্তি।পিতা একজন চায়ের দোকানদার।লাল খান বাজার পােড়া কলােনী এলাকায় তার শিক্ষক জনৈক রাসেল স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য প্রতিদিন তাহার বাসায় যাওয়া – আসা করতো।
প্রাইভেট পড়তে যাওয়ার সময় আল আমিন নামের ১৯বছরের এক বিপথগামী কিশোর স্বপ্নাকে প্রেমের প্রস্তাব দিতো ও প্রতিদিন উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তা ঘাটে যাওয়া আসার সময় বিভিন্ন ধরনের হুমকি – ধমকি প্রদর্শন করতো আল আমিন। বিষয়টি স্বপ্নার বাবা জানতে পারলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মারফত তাকে সতর্ক করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ ই জুলাই ২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ৪:০০ ঘটিকার সময় ভিকটিম স্বপ্না আক্তার তৃপ্তি (১৪) বাসা হইতে পােড়া কলােনী এলাকায় তার শিক্ষক জনৈক রাসেল স্যারের নিকট প্রাইভেট পড়তে যায়, বিকাল অনুমানিক ৫:০০ ঘটিকার সময় স্বপ্না প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার , পােড়া কলােনীর ভিতর পাকা রাস্তার উপর পৌঁছামাত্র আল আমিন তার সহযােগী অজ্ঞাতনামা ২/৩ জন সহ পূর্ব পরিকল্পিতভাবে বাদীর মেয়ের মুখ চেপে ধরে একটি অজ্ঞাতনামা সিএনজিতে উঠায়।
আশপাশের লােকজন কিছু বুঝে উঠার আগেই স্বপ্নাকে আল আমিন অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা অপহরণ করে দ্রুত অজ্ঞাত সিএনজি যােগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
স্বপ্না বাসায় ফিরে না আসায় স্বপ্নার বাবা প্রাইভেট শিক্ষকের নিকট , ঐ পথে চলাচলকারী লােকজন ও দোকানদারদের জিজ্ঞাসা করলে পথচারি কামাল জানায় আল আমিন সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী স্বপ্নাকে জোর পূর্বক একটি সিএনজি গাড়ীতে উঠিয়ে ইস্পাহানী রাস্তার মােড়ের দিকে দ্রুত চলে যেতে দেখেছে । স্বপ্নার বাবা আরােও অনেক খোঁজা খুঁজি করে নিশ্চিত হন যে ,আল আমিন তার সহযােগী অজ্ঞাতনামা ২/৩ জন আসামী সহ ভিকটিম স্বপ্না আক্তার তৃপ্তি ( ১৪ ) কে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
এ বিষয়ে স্বপ্নার বাবা খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করেন।মামলার তদন্তকারী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কাজীয়াতল গ্রামে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান এর নির্দেশে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন কাজীয়াতল এলাকা হইতে ২৭ ই জুলাই ২০২১ ইং তারিখ ভাের ৫:৩০ ঘটিকার সময় আসামীর হেফাজত হইতে ভিকটিম স্বপ্না আক্তার তৃপ্তি ( ১৪ ) কে উদ্ধার পূর্বক আসামী আল আমিন ( ১৯ )কে গ্রেপ্তার করেন। আটককৃত আসামীকে আদালতে সােপর্দ করা হয়েছে।
Discussion about this post