বিশেষ প্রতিনিধিঃনগরীর কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মোঃ বাবুল মোল্লা(৪৩) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, রবিবার ২৯ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাবুল মোল্লাকে গ্রেফতার করেন। এসময় তল্লাশী করে তার হেফাজতে থাকা ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বাবুল মোল্লার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।