৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্রগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ২১,০০০ পিস ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ মোঃ আলমগীর হোসাইন(২২), মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও রেজাউল করিম (৩৭) নামের ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
সূত্র জানায় সোমবার ১৮ নভেম্বর ৮:৩০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এসআই মোঃ শাহ জালাল চৌধুরী, এএসআই শিবু মজুমদার, এএসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ২১,০০০ পিস ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।