চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী এলাকার একটি হোটেল থেকে ২৫ রাউন্ড কার্তুজ সহ নুর মোহাম্মদ নুরু (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে কোতোয়ালী থানার পুরাতন গীর্জা সংলগ্ন হোটেল প্রবাসীর ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন।
নুর মোহাম্মদ নুরু কক্সবাজার জেলার চকরিয়া বদরখালী এলাকার কবির আহমদের ছেলে।
আসিফ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল প্রবাসীর ২য় তলা থেকে ২৫ রাউন্ড কার্তুজ সহ নুর মোহাম্মদ নুরুকে গ্রেফতার করা হয়েছে।
নুরু এবারসহ দ্বিতীয়বার চট্টগ্রামে কার্তুজ বিক্রি করতে নিয়ে এসেছেন বলে জানান তিনি।