৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ১০ই সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের
সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ এর নেতৃত্বে এসআই ফররুখ আহমদ মিনহাজ, এএসআই মোঃ শাহপরান, এএসআই মইনুল হোসেন, এএসআই পল্লব কিশোর ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন জাহাঙ্গীর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ বোতল ভেজাল মদ সহ ওয়াহিদ আলী প্রঃ মান্না (২০) মোঃ ইরফান হোসেন (২২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা কে স্প্রীট, চোলায় মদ, দর্শনার মদ দিয়ে রং ভেদে কোমল পানীয় দ্বারা মিশ্রন করে বিদেশী মদের বোতলে, বোতল জাত করে বিক্রয় করা কালীন সময়ে ৮টি মদের বোতল সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা নং-১৩ তাং-১০/৯/১৯ রুজু করা হয়েছে ।


