বিশেষ প্রতিবেদকঃনগরীর আগ্রাবাদে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মারুফ চৌধুরী মিন্টু নিহত । শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।
এর আগে (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিকে কেন্দ্র করে কমার্স কলেজের সামনে সংঘর্ষে মারুফ চৌধুরী মিন্টু (৩৫) নামে ওই যুবক আহত হন। ঘটনাস্থল থেকে মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে নগরীর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে মিন্টুর মৃত্যু হয়।
এলাকাবাসী জানান,২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে একটি কিশোর গ্যাং টিম সন্ত্রাসী কার্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার রাতে তারা মিলে এ ঘটনা ঘটিয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ‘বৃহস্পতিবার রাতে আগ্রাবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মিন্টু চৌধুরী নামের এক গুরুতর আহত ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করায় গুরুতর ওই রোগীকে রাতে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।