৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ কোতোয়ালি ও আকবর শাহ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এ বদলির আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস জানান, গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহসিনকে কোতোয়ালি থানায় ও কোতোয়ালির ওসি জসীম উদ্দিনকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে।আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদকে লাইনওআর করা হয়েছে।পুলিশ কর্মকর্তা মহসিন এর আগে নগরীর বাকলিয়া থানা ও বায়েজিদ বোস্তামী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি প্রায় একবছর গোয়েন্দা পুলিশে ছিলেন।আর জসীম উদ্দিন কক্সবাজার জেলা থেকে বদলি হয়ে চট্টগ্রামে এসে প্রায় দুই বছরের বেশি সময় কোতোয়ালি থানার দায়িত্বে আছেন।