অপরাধীদের অপরাধ প্রক্রিয়া যে কত বিচিত্র হতে পারে তার আরেকটি নিদর্শন হলো , ইয়াবা উদ্ধারের ঘটনাটি। মহানগর গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল যখন গোপন সূত্রে নারিকেলের ভিতর ইয়াবা বহনের সংবাদটি পায় তখন মোটামুটি সবাই নড়েচড়ে বসেন। উক্ত সংবাদের সূত্রে ১২ জুলাই ২০১৮ ইং তারিখ ১২.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরীর পরিচালনায় পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই মোঃ শাহ জালাল চৌধুরী, এএসআই দাউদ খান ,ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজ ঘাটস্থ বিআইডব্লিউটিএ অফিসের নিকটে মমতাজ হোটেল রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি প্লাস্টিকের বস্তায় ০৩টি নারিকেল এর ছোবরার ভিতরে সু-কৌশলে অভিনব কায়দায় রাখা অবস্থায় ৫২০০(পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ ব্যক্তি কে গ্রেফতার করে । উক্ত তিনটি নারিকেল এর ভিতর এমন ভাবে ইয়াবা গুলো রাখা ছিল যাতে উপর থেকে দেখে বুঝার কোন উপায় ছিল না।সূত্র জানায়
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ইদ্রিস(৩১) জিজ্ঞাসাবাদে জানান,কক্সবাজার জেলার টেকনাফ হতে পলাতক আব্দুর শুক্কুর (৩৫) পাকা নারিকেল এর ভিতরে সু-কৌশলে অভিনব কায়দায় লুকিয়ে রেখে চট্টগ্রাম শহরে নিয়ে আসার জন্য ধৃত ব্যক্তি কে দিয়েছে বলে স্বীকার করেন । জানাগেছে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন