বিশেষ প্রতিনিধিঃনগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াছ খাঁনের নেতৃত্বে এসআই মোঃ আলাউদ্দিন, এসআই কামরুল হাছান কায়কোবাদ, এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই শিবু মজুমদার, এএসআই জুয়েল রানা, এএসআই মোঃ খোকন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বন্দুক ও ০২ রাউন্ড কার্তুজসহ মোঃ মনির আহাম্মদ প্রকাশ মনির (৩৬)’কে গ্রেফতার ২০/০৭/২০১৯ ইং করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম শহরে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রসস্ত্র নিয়া ডাকাতি ও ছিনতাই’সহ বিভিন্ন অপরাধজনক কাজে লিপ্ত রয়েছে।
সূত্র জানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। উল্লেখ্য ধৃত আসামীর বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।