মোঃ ফয়সাল এলাহীঃচট্টগ্রাম নগরীর মিস্ত্রীপাড়া লাল মসজিদ এলাকাবাসি জানান ছিনতাইকারীরা প্যাসেঞ্জারকে মারধর করতে দেখে বিষয়টি ডবলমুরিং মডেল থানায় অবহিত করেন । নগরীর মনসুরাবাদে ট্যাক্সিযাত্রী উদ্ধার ছিনতাইকারীর কবল থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও সিএনজি ট্যাক্সি উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গত সোমবার দুপুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে মনসুরাবাদ ডিটি রোডে। জানা যায়, অনুমান সাড়ে ১১টায় নগরীর আকবর শাহ এলাকার বাসিন্দা কিশোর কুমার রায় (৪২) রূপালী ব্যাংক অলংকার শাখা হতে টাকা উত্তোলন করে আগ্রাবাদ যাওয়ার জন্য একটি সিএনজি ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সিচালক অলংকার হতে রওনা হয়ে দুপুর অনুমান ১২টায় ডবলমুরিং মডেল থানাধীন মনসুরাবাদ ডিটি রোডস্থ গাজী ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে রাস্তার উপর এসে হঠাৎ সিএনজি ট্যাক্সি থামায় এবং প্রস্রাব করার কথা বলে সিএনজি হতে নামে। ততক্ষণে ছিনতাইকারী দলের আরো তিন সদস্য মোটর সাইকেলযোগে তথায় উপস্থিত হয়ে যায়। সিএনজি ট্যাক্সিচালক সিএনজি হতে নামার অনুমান ২/৩ মিনিট পর সিএনজিতে ফিরে আসে এবং পানির বোতল রাখার কথা বলে কিশোর কুমারকে দরজা খুলতে বলে। দরজা খোলার সাথে সাথে মোটর সাইকেল যোগে আসা ছিনতাইকারী দলের ৩ সদস্য মোটর সাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রাস্তার পাশে রেখে রতন কুমারকে অস্ত্রের ভয় দেখায় এবং তারাও সিএনজিতে উঠে পড়ে। তারা উঠার পর সিএনজি ট্যাক্সিচালক গাড়ি চালাতে শুরু করে। চলমান অবস্থায় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাইকারীদেরকে দিয়ে দিতে বলে। তিনি কথামত কাজ না করায় ছিনতাইকারীরা তাকে মারধর করে, গলা টিপে ধরে এবং তার নিকট হতে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেওয়ার পূর্বেই স্থানীয় লোকজন সিএনজি প্যাসেঞ্জারকে গলিপথে ডবলমুরিং মডেল থানাধীন মিস্ত্রীপাড়া লাল মসজিদ এর সামনে রাস্তার উপর দেখে বিষয়টি থানায় অবহিত করে। ডবলমুরিং থানার কর্মরত এস.আই মো. আলাউদ্দিন তাৎক্ষণিক উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালক কামাল হোসেনকে (৩৫) আটক করে ভিকটিমকে উদ্ধার করেন। অপর ছিনতাইকারী মো. নেজাম উদ্দিন (৩৫), মো. সুমন প্রকাশ লম্বা সুমন (৩৪) ও জসিম (৪০) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে এস.আই মো. আলাউদ্দিন সিএনজি চালকের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত যানবাহন সিএনজি ও মোটর সাইকেলটি উদ্ধার ও জব্দ করেন।
Discussion about this post