৭১ বাংলাদেশ প্রতিনিধিঃভূমিষ্ট হবার পর জায়গা হল ময়লার স্তুপে। কী দোষ ছিলো নবজাতকটির ? অভাবে নাকি স্বভাবে? ডাস্টবিনে পড়ে থাকা নবজাতকটি তার জন্মদাতা পিতা-মাতার পরিচয় থেকে বঞ্চিত! জানেনা সেই শিশু।
ডাস্টবিনে ময়লার স্তুপে পড়েছিল এক নবজাতক। খবর পেয়ে রোববার (১৯ জানুয়ারি) সকালে বায়েজিদের মোস্তফা কলোনির পাশে ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ডাস্টবিনের ময়লার স্তুপে পড়েছিলো নবজাতকটি। স্থানীয় লোকজন নবজাতকটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পড়ে থাকা থেকে পুলিশ গিয়ে বাচ্চাটি (কন্যা শিশু) উদ্ধার করে। ওই নবজাতককে পুলিশ চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌফাবাদ সরকারি ছোট মণি নিবাসের উপ-তত্ত্ববাধায়ক নূর নাহার পল্লবী বলেন, এর মধ্যেই শিশুটিকে দত্তক নিতে বেশ কয়েকজন আগ্রহ দেখিয়েছেন। যদি শিশু কল্যাণ বোর্ড
অনুমতি দেয় নিয়মনুযায়ী শিশুটিকে দত্তক দেয়া হবে।