৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ১২ ই সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সি এম পি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হামিদুল আলম বিপিএম, পিপিএম নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আরেফিন জুয়েল ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে পতেঙ্গা থানার অফিসার ইনচাজ উৎপল বড়–য়ার এর নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ বাবুল আক্তার, এসআই সুমন, এএসআই তরুন কান্তি শর্মা ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পতেঙ্গা ১৪নং ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ওয়াসিম (৩৩)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।