মোঃ ফয়সাল এলাহীঃ নগরীর দেওয়ানহাট ওভারব্রিজ পথচারীর নিরাপত্তায় রেলিং বসানো হচ্ছে ফুটপাতে। ফুটপাতের একপাশে রাখা হয়েছে নির্দিষ্ট আকারের কিছু স্টিলের ফ্রেম। সেখান থেকে এক একটি করে তুলে নিয়ে ঝালাই করা হচ্ছে। কয়েক জন নির্মাণ শ্রমিক বেশ হিসেব–নিকেশ করেই কাজ করছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ দৃশ্য দেখা যায় নগরীর দেওয়ানহাট ওভারব্রিজ এলাকায়। ওভারব্রিজ সড়কের ফুটপাতে রেলিং বসানো হচ্ছে। পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কার্যক্রম চলছে। দেওয়ানহাট মোড় থেকে ফুটপাতের এক অংশে শুরু হয়েছে রেলিং বসানোর কাজ। জানা যায়, নগরীর সৌন্দর্যবর্ধন তথা ক্লিন এবং গ্রিন সিটি বাস্তবায়ন কাজের ধারাবাহিকতায় এগিয়ে চলছে কাজটি। এ প্রসঙ্গে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, ‘নগরীর সৌন্দর্যবর্ধন এবং ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নে কর্পোরেশনের বেশ কয়েকটি কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দেওয়ানহাট ওভারব্রিজ সড়কের ফুটপাতে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য রেলিং বসানো হচ্ছে। আমরা ২০১৮ সালকে ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নের টার্গেট হিসেবে ধরেছি। এর মধ্যেই নগরবাসীকে একটি দৃষ্টিনন্দন শহর উপহার দিতে পারবো আশা করছি’। নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের বর্ণণা দিতে গিয়ে সিটি মেয়র বলেন, ‘নগরীর সৌন্দর্যবর্ধনের জন্য পুরো শহরের মূল সড়কের পাশে থাকা ডাস্টবিনগুলো সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছি আমরা। আমি ক্ষমতাগ্রহণের আগে এ ধরনের ডাস্টবিনের সংখ্যা ছিল প্রায় ১৩০০–এর মতো। আমি দায়িত্ব নেয়ার পরে তা ৫০০–তে নামিয়ে আনা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে।’ এছাড়া নগরীর বিভিন্ন ফুটপাত এলাকায় নিরাপদ চলাচলের উদ্যোগ হিসেবে হকারদের বিকেল ৫টার পরে বসার জন্য নির্দেশনা দেয়ার কথা বলেছেন। কারণ তখন ব্যস্ত নগরীতে যানবাহন ও জনচলাচলের চাপ কমে আসে। নগরীতে কর্পোরেশনের আওতাধীন নালা–নর্দমাগুলোর বর্জ্য অপসারণ কাজও চলমান রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘বর্জ্য অপসারণের পরে নালা–নর্দমাগুলো আবার ভরাট করে ফেলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে আমাদের অভিযান পরিচালিত হবে কিছুদিনের মধ্যে।’ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানিয়েছেন, দেওয়ানহাট ওভারব্রিজ সড়কের ফুটপাতে রেলিং স্থাপনসহ অন্যান্য সৌন্দর্যবর্ধন কাজের ব্যয় নির্বাহ করা হচ্ছে আউটসোর্সিং এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে। নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাখানেক আগে থেকে তারা কাজ শুরু করেছেন। পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে দেওয়ানহাট ওভারব্রিজ সড়কের ফুটপাতের উভয় অংশেই রেলিং বসানো হবে বলে জানান ২৩ নাং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। দেওয়ানহাট ওভারব্রিজ সড়কের ফুটপাতে রেলিং বসানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর ২৩ নাং ওয়ার্ড এলাকাবাসীর অনেকেই। এদেরই একজন নগরীর দেওয়ান হাট এলাকার স্তানিয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।তিনি আরো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও ২৩ নাং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ এলাকায় উন্ন্যয়নের কাজ করে চলেছেন । তবে দেওয়ানহাট ওভারব্রিজ সড়কের ফুটপাত দিয়ে এখন বিভিন্ন সময়ে সিএনজি অটোরিকশা, মোটরবাইক চলাচল করতে দেখা যায়। রেলিং হলে নগরবাসী অন্তত এই বাড়তি ঝুৃঁকি থেকে রেহাই পাবে।আব্দুল মান্নান বলেন সকলের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। ’
Discussion about this post