৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক নামে (৩৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।জানাগেছে ইসহাক ঝাউতলা কলোনির মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, রাতে টাইগারপাসের পলোগ্রাউন্ডে মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র্যাবের মোবাইল টিম অভিযান চালায়। টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইসহাক গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান।
তিনি আরো জানান, এসময় ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।