বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ‘জোড় ডেবা’র প্রায় ২১.৪৮ একরের জলাশয়ের আশপাশজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে। তবে এ অভিযানে জলাশয়ের চারপাশ জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও অক্ষত থাকবে ডেবার পশ্চিম পাশে থাকা অবস্থিত মসজদটি,এমনটাই জানালেন রেলওয়ের কর্মকর্তারা।
২৭ ই ডিসেম্বর সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান চলবে আরও একদিন। এতে উচ্ছেদ করা হবে ডেবাটির আশপাশ জুড়ে গড়ে ওঠা এক হাজারের বেশি অবৈধ স্থাপনা।
রেলওয়ের জরিপ অনুযায়ী, পাহাড়তলী বাজার সংলগ্ন ওই বস্তিতে রয়েছে অনন্ত ১২’শর ঘর। এদের মধ্যে উচ্ছেদের প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ৫’শর বেশি ঝুঁপড়ি ঘর, টিনশেড দোকান এবং সেমিপাকা ঘর।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিমের নেতৃত্বে শুরু হওয়া টানা দু’দিনের এ উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সহ রেলওয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রেলওয়ের জমি জরিপ শাখার কর্মকর্তা আবদুস সালাম বলেন, ডেবাটির আশপাশ জুড়ে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হলেও ধর্মীয় স্থাপনাগুলো বাদ দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।