বিশেষ প্রতিনিধিঃরবিবার ১৮ আগস্ট দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে কিট প্যারেড অনুষ্টিত হয়।
উক্ত প্যারেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ কিট প্যারেড পরিদর্শন করেন। তিনি পুলিশের শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) শ্রীমা চাকমা, সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সহ সিএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।