চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার আরেফিননগর এলাকা থেকে মো. রুবেল (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
শনিবার (০৭ জুলাই) রাত ৮টার দিকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান।
আটক রুবেলের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৪টি চাকু, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মো. রুবেল আরেফিননগর এলাকার আনিসুর রহমানের ছেলে এবং স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বলে জানান অভিযানে থাকা র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও বাড়ির পাশবর্তী স্থানে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি, চাকু উদ্ধার করা হয়। মো. রুবেলের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে জানালেও তাৎক্ষণিক ইয়াবার পরিমাণ জানাতে পারেননি র্যাবের এই কর্মকর্তা।
মো. রুবেলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।
Discussion about this post