৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে “সেহেরি নাইট” আয়োজন করে নানা রকম বেহায়াপনার অভিযোগ উঠায় আয়োজনটি বন্ধ করার নির্দেশ দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার (৯ জুন) বিকেলে মেয়রের নির্দেশে সিএমপির খুলশী থানা পুলিশ এ আয়োজন বন্ধ করে দেন। জানা যায়, নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘সেহেরি নাইট’ নামের এ বেহায়াপনা বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র। মেয়রের নির্দেশ পেয়ে সেহেরি নাইট বন্ধ করে দিয়েছে পুলিশ। গত ৭ জুন থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে চালু হয় ‘সেহেরি নাইট’। এ সেহেরি নাইটে নাচ গান জাদু দেখানোর মতো বিনোদন চলে। যা ধর্মীয় পরিপন্থী। এদিকে, সেহেরি নাইট চালু হওয়ার খবর নগরীতে ছড়িয়ে পড়লে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ ধর্মের নামে অর্ধমের কাজ বলে উল্লেখ করেছেন। বিভিন্ন নাইট ক্লাবের নামে মিল রেখে সেহেরি নাইট চালু করায় পবিত্র রমজানের ভাব-গাম্ভির্যের তাৎপর্য নষ্ট হচ্ছে। এক সৌদি প্রবাসী বলেন, সৌদিআরবে সকল নারী পুরুষ যখন তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যাস্ত, আমার দেশের নারী পুরুষ তখন নাইট সেহেরি নিয়ে মশগুল। নাওযুবিল্লাহ। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে সেহেরি নাইটের নামে ‘বেহায়াপনা’ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। জিইসি কনভেনশনে সেহেরি নাইটের নামে গান, বাজনা ও যাদুর আয়োজন করায় রমজানের পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন মহলের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ায় সিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছি আয়োজনটি বন্ধ করতে। একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ কাজটি করছে। যাতে সরকারের বদনাম হয়। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরণের আয়োজন কেউ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।