ফয়সাল এলাহীঃ নগরীর বারিক বিল্ডিং ,রশিদ বিল্ডিং এলাকায় ট্রাকচাপায় চট্টগ্রামের বন্দরের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত গোলজার মিয়া (৫৫) বন্দরের যান্ত্রিক ওয়ার্কশপে কর্মরত ছিলেন। গত শুক্রবার বিকেল ৩টায় চাকরিশেষে বাসায় ফেরার পথে রশিদ বিল্ডিংয়ের দ্বিতীয় গলির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলজার মিয়ার ছোট ভাই মোহাম্মদ ফারুক বলেন, ‘অফিসশেষে বাসায় ফেরার পথে তাঁর ভাই দুর্ঘটনার শিকার হন। রশিদ বিল্ডিংয়ের দ্বিতীয় গলির সামনে গোলজার মিয়া কে বহনকারী রিকশাটিকে চাপা দেয় দ্রুত গতির একটি ট্রাক। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোলজার মিয়া দুই কন্যা সন্তানের জনক। এরমধ্যে এক মেয়ে বিবাহিত। তিনি পরিবার নিয়ে আগ্রাবাদ পূর্ব ডেবারপাড় গাউছিয়া পাড়াস্থ বন্দরের কলোনিতে থাকেন। এ ঘটনায় কলোনিতে শোকের ছায়া নেমে এসেছে।’ ডবলমুরিং থানা পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। গোলজার মিয়া বাহ্মণবাড়িয়া জেলার বিটগর গ্রামের মৃত করম আলীর পুত্র।