সমিতির টাকা আত্মসাৎকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি কোতোয়ালী থানার ওসি মো. মহসীন। তিনি বলেন, রেলওয়ে সমবায় সমিতি নামে একটি সংগঠনের ফান্ডের টাকা আত্মসাতকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং মারামারি হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।
Discussion about this post