নগরীর সিটি গেইটের অদূরে মহাসড়কে বাস থেকে নামার সময় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, চালকের সহকারী যুবককে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ায় তিনি ছিটকে পড়েন। সোমবার (২৭ আগস্ট) বিকেল তিনটার দিকে নগরীর সিটি গেইটের অদূরে মহাসড়কে গ্ল্যাক্সো কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আশরাফুজ্জামান রনি (৩০)।রনি সীতাকুণ্ডের কুমিরা গুল আহম্মদস্থ আকিলপুর গ্রামের আমেরিকা প্রবাসী অলিউল্লাহ’র পুত্র বলে জানা যায়। স্থানীয় আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল কান্তি বড়ুয়া জানান, সিটি সার্ভিসের একটি বাস থেকে বাড়ির অদূরে নামার সময় রনি ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা হওয়ায় তাকে এলাকার লোকজন চিনতে পারেন। এ সময় শ খানেক মানুষ সংঘবদ্ধ হয়ে বাসটি ঘিরে ফেলে। তারা রনিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে মহাসড়কে বসে বিক্ষোভ করতে থাকেন। এর ফাঁকে চালক ও সহকারী বাস টি ফেলে পালিয়ে যান। প্রায় আধাঘণ্টা ধরে বিক্ষোভের পর পুলিশ গিয়ে বাসচালক ও সহকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে সরে যান বিক্ষুব্ধ জনতা।
Discussion about this post