বিশেষ প্রতিবেদকঃআসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৪ নং চট্টগ্রাম লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় একক মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম, চট্টগ্রাম ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা এর সমর্থনে শুক্রবার বিকালে লালখান বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই বাড়িতে বাড়িতে গিয়ে মেয়র পদপ্রার্থী জন্য নৌকা মার্কা, কাউন্সিলর পদপ্রার্থীর জন্য ঘুড়ি মার্কা ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীর জন্য বই মার্কা’কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং ভোট চাইতে হবে,জনগণকে বুঝাতে হবে। এতে বক্তব্য রাখেন ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসান মোহাম্মদ বেলাল।
কাউন্সিলর পদপ্রার্থী বলেন- একটি দলের জন্য কর্মীরা হচ্ছে প্রাণ। কর্মীদের প্রচেষ্টার কারণে দল ক্ষমতায় আসে।আগামী নির্বাচনেও কর্মীরা যথেষ্ট সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবে। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় এলে কর্মীদের সাথে নিয়ে জনগণের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে পারব।
সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা বেগম বলেন- এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আগামী নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে একসাথে কাজ করব।
উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন শরফুদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, নুর আলম শামীম, নাজমুল হাসান রবী, সুহৃদ নাথ, আলামিন হোসাইন, মোহাম্মদ হাসান, মামুন, প্রমুখ ।