নগরীর বন্দরথানাধীন ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে স্মার্ট জাতীয় আইডি কার্ড বিতণের প্রথম দিনেই চরম বিশৃংখলা আর হট্রগোল” দেখতে পাওয়া গেছে। সকাল থেকে বৃষ্টি উপক্ষা করে ওয়ার্ডের ওয়াশিল চৌধুরী পাড়ার ভোটারগন অনেকটাই ভোট উৎসব পরিবেশের মতোই কর্মসূচিতে অংশ নিয়ে ছিলেন।
কিন্তু বেলা গড়াতে ওয়ার্ড অফিস সংলগ্ন নিশ্চিন্তাপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে সব এলাকার বাসিন্দারা এসে লোকে লোকারণ্য হয়ে উঠে ছোট্ট্র স্কুল মাঠটি। তবে এই চরম বিশৃংখলা আর হট্রগোল” প্রসঙ্গে কাউন্সিল গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ভোট উৎসব পরিবেশের মতোই কর্মসূচি বলে অনেক লোক দেখতে আসাতে স্মার্ট জাতীয় কার্ড বিতণে প্রথম দিনে সকালের দিকে কিছু সময় বিশৃংখলা হলেও পরে পরিস্থিতি টিক হয়েছে বলে স্বীকার করেন বন্দর জোনের নির্বাচনি অফিসার মোঃশহিদুল ইসলাম।
এ ব্যাাপারে তিনি বলেন,ঘোষনা মতে প্রথম দিনেই শুধু ওয়াশিল চৌধুরী পাড়ার (সকল পুরুষ)ভোটারগন আসার কথা থাকলে সব এলাকার লোক এক সাথে আসাতে কিছুটা হিমশিম খেতে হয়ে আমাদের বিতরণ টিমের সদস্যদের। সহকারী কর্মকর্তা জাহিদ কে বারবার মাইকে ঘোষনা দিয়ে বলতে দেখা গেছে যে, শৃংখলা ফিরে না আসলে কার্ড বিলি করবেন না।এর কিছু বাইরের লোক তার উপর ক্ষোভ ঝাড়তে দ্বিধা করেন নি।
এদিকে সকালে ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে¦ স্মার্ট জাতীয় আইডি কার্ড বিতণের কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.নাছির উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন- বন্দর জোনের নির্বাচনি অফিসার মোঃ শহিদুল ইসলাম,কাউন্সিলর উপদেষ্টা সদস্য-মনজুর কাদের,হাজী ইদ্রিস মিয়া কন্ট্রাঃ,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ রফিক,হাজী কামাল মেম্বার,মোঃ কামাল উদ্দিন,ইমতিয়াজ মেম্বার,ছগির আহম্মদ, মোঃ বশির মেম্বারমোঃ আজম ,এস.এম বরকত উল্লাহ,সালাউদ্দিন বাদশা,ইসহাক,হীরু,আক্তার,সামশু আলম, নিশ্চিন্তাপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সাইফুুল ইসলাম,এডভোকেট মোঃ হাসান,প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন কালে প্রধান অতিথি সিটি মেয়র বলেন,বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে সেবাকে মানুষের দৌড় গৌড়ায় পৌছে দিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন,৮৫ হাজারের অধিক ভোটারের স্মার্ট জাতীয় আইডি কার্ড বিতণের কাউন্সিলরের সার্বিক সহায়তায় প্রতিদিন ৪হাজার মানুষ কে ২০কার্য্য দিবসে এই কার্যক্রমে সকলেই ডিজিটাল কার্ড পাবেন বলে জানান।আর যারা কার্ড পাবেন না তারা নির্বাচন কমিশনে যোগাযোগ করে ডিজিটাল স্মার্ট জাতীয় আইডি কার্ডটি সংগ্রহ করে সরকার ঘোষিত সেবা গ্রহণের অনুরোধ জানান। কর্মসূচিতে ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর উপদেষ্টা ও মেম্বার পরিষদ সার্বিক সহযোগিতা করছেন বলে বিতরণ কমিটি সূত্রে জানা গেছে।
পরিশেষ সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ওয়ার্ড কাউন্সিলর ও একজন মুক্তিযোদ্ধা ,১ প্রবীন সমাজ সেবীর হাতে স্মার্ট জাতীয় আইডি কার্ড তুলে দিয়ে বিতণের কার্যক্রম উদ্বোধন করেন।
Discussion about this post