৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর চাঁদ মুন্সির বাড়ীতে ৩৯ নং ওর্য়াড জাসদের উদ্যেগে শুক্রবার বিকাল ৫টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৯ নং ওয়ার্ড জাসদের সভাপতি হাজী আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১১ সংসদীয় আসন থেকে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী জসীমউদ্দিন বাবুল।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, বক্তব্য রাখেন বন্দর থানা জাসদের সভাপতি মফিজুর হমান, জাসদ নেতা মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, ইলিয়াছ ফয়েজী মহিউদ্দিন মোহন, আবুল কালাম, ছাত্রনেতা বশীর নূর জিলানী প্রমুখ।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, নুরু জ্জামান, আক্তার হোসেন, সালাউদ্দিন, মোঃ রোকন উদ্দিন, কালা মিয়া প্রমুখ। এলাবাসী তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে এলাকার উন্নয়নের স্বার্থে জনাব জসিম উদ্দিন বাবুলের মত সৎ র্নিলোভ নিবোদিত রাজনীতিবীদকে ১৪ দলের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে, বন্দর পতেঙ্গা’র অসহনীয় যানযট নিরসনে যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, তিনি চট্টগ্রাম বন্দর ও ইপিজেডে চাকরির ক্ষেত্রে এলাকাবাসীর হিস্যা নিশ্চিত করার জোর দাবী জানান। জনাব জসিম উদ্দিন বাবুল মহেশ খালের মূখে জলকপাট নির্মাণ করে এলাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার আহ্বান জানান।
Discussion about this post