চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নগরের পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ এক্সেস রোডের ছয়লেনে উন্নীতকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার উদ্দেশ্যে ২৭ জুন (বুধবার) থেকে এ সড়ক দুটির একপাশ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে প্রকৌশলীদের সঙ্গে অনুষ্ঠিত চসিকের ২৭তম মাসিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এসময় তিনি অতি বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়কের প্যাচ ওয়ার্ক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারেও সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেন।
প্রকৌশলীদের উদ্দেশ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজ চলমান সময়ে নিমতলা থেকে বড়পুল, বড়পুল থেকে নয়াবাজার এবং আগ্রাবাদ বাদামতল মোড় থেকে বড়পুল-নয়াবাজার পর্যন্ত সড়কের একপাশ বন্ধ রাখা হবে। একপাশ দিয়েই উভয়মুখী যান চলাচল ব্যবস্থা চালু করা হবে। আগামী বছরের ১৯ মে পর্যন্ত প্রকল্প কাজ বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত এ সড়ক দুটির একপাশে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করা হবে।’
তবে এ সড়কে অবৈধ পার্কিং এবং রাস্তা সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পণ্য রেখে ফুটপাত দখলের ব্যাপারে তিনি আরও বলেন, ‘অবৈধ পার্কিং করে পোর্ট কানেকটিং রোড এবং আগ্রাবাদ এক্সেস সড়কের ফুটপাত দখল করে রাখা হয়েছে। রাস্তায় কোন ধরণের অবৈধ যান পরিবহন পার্কিং করে রাখা যাবে না। একই সাথে ব্যবসায়ীদেরকে ফুটপাত দখল করে পণ্য না রাখার ব্যাপারে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সিটি মেয়র অতি বৃষ্টি ও জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত সড়কের প্যাচওয়ার্ক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলীদেরকে নির্দেশ দেন।
চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সিভিল, যান্ত্রিক, বিদ্যুৎসহ সহকারি, উপ-সহকারি প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।