কবিতাঃমাহে রমজান – রমজান এসেছে
রমজান এসেছে এগারো মাস ফেরিয়ে রহমত নিয়ে গগণে চাঁদ উঠেছে।
বেহেস্তের হুরপরীরা উতালা হয়েছে, হে রিদোয়ান ধরাদমে কি হাওয়া বয়ছে।
খোদার বান্দা এবাদতে মশগুল রয়েছে।
মুসলমানের ঘরে ঘরে, কচি শিশু খুশির জোয়ারে বাবা ভাইয়ের হাত ধরে,
যাবে মসজিদ খোদার ঘরে। পাঞ্জেগানা তারাবী সালাত আদায়ের উচ্ছাসে।
এবাদতে মশুয়ারা সেহেরী ইফতার আরো আছে শবে কদ্বর খোদার উপহার।
৩০শে রমজান, নবীর অবদান গুনাহ মাফের চাইতে মুক্তি পয়গাম এসেছে।
কবি-মুহাম্মদ আবু নাঈম