মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) ব্যুরো চীফঃ টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর এলাকায় এমপি রোডের পাশেই এ দুর্ঘটনা ঘটে। চালকের অদক্ষতার কারনেই ইজিবাইকের মধ্য ৮ জন জেএসসি পরিক্ষার্থীনি সহ এক সাইকেল আরোহীকে নিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়।প্রত্যক্ষ দর্শীরা জানান নাগরপুর হতে সহবতপুর গামী যাত্রী বাহী ইজিবাইকটি ৮ জন জেএসসি পরিক্ষার্থীনির পরীক্ষাশেষে বাড়ী ফেরার পথিমধ্যে এমপি রোড সংলগ্ন স্থানে আসার পর ডাঙ্গা সালিনা পাড়ার রাস্তা হতে আসা সাইকেল আরোহীর সাথে ধাক্কা লেগে সাইকেল আরোহী সহ রাস্তার ডান পাশে নিচু জমি(খাদে) উল্টে পড়ে যায়। সাথে সাথেই ঐ এলাকার লোকজনের সহযোগীতায় আহতদের নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইজিবাইকের ড্রাইভার পলাতক আছে। এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ জানান এই দুর্ঘটনার সংবাদটি পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়েছি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য।
Discussion about this post