বিশেষ প্রতিনিধিঃকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পরেছেন অনেক মানুষ। নাগরপুর উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
খন্দকার আছাব মাহমুদের এ খাদ্য সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বাটরা, কোকাদাইর, সারাংপুর, কাজীরপাচুরিয়া, ও মাইলজানিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খন্দকার আছাব মাহমুদের পক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন ও সারাংপুরের খন্দকার তোফাজ্জল হোসেন ডিটল এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় পরিবহন শ্রমিকসহ এই পাঁচটি গ্রামের ১৪৫টি কর্মহীন পরিবারের হাতে চাল, ডাল, তেল ও লবনসহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন