টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ ১১ বছর পর নির্বাচনমুখী টাঙ্গাইল জেলা অটোরিকশা ও টেম্পো, সিএনজি শ্রমিক ইউনিয়ন। নেতাকর্মীসহ শ্রমিকরা যেন প্রাণ ফিরে পেল। ১৯৯৩ ইংরেজি সনে প্রতিষ্ঠিত নাগরপুর উপজেলা শাখা, রেজিঃ ৩০০৮।
প্রতিষ্ঠাতা সভাপতি সহ ৩ জন সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির, বিপরীতে মোট প্রার্থী রয়েছে ৪৫ জন। সবগুলো পদের জন্য রয়েছে একাধিক প্রার্থী।
আঞ্চলিক শাখার কার্যকরী সভাপতি জনাব শফিকুল ইসলাম ও আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক এসএম রফিকুল ইসলাম জানান, আমরা সকাল হতে রাত অব্দি নিরলসভাবে কাজ করে যাচ্ছি, নির্বাচনকে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করার জন্য। বর্তমান কমিটি ঘোষণার পর হতে আমরা নির্বাচন সংক্রান্ত বিষয় সকল প্রকার ব্যবস্থা সহ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ আমিনুর রহমান আমিন ও সংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশনা ক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
পাশাপাশি শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি।আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২০, এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফাইল ফটো