নাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ মার্চ ২০২০, সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ, সেলিনা আক্তার, নাজমা আক্তার, অভিভাবক সহ আরো অনেকে ।
মা’দের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনাদের সন্তানদের পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে ও পুষ্টিকর খাবার দিয়ে স্কুলে পাঠালে মেধা বিকাশের সহায়ক হবে। এছাড়াও সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও বাড়িতে নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।
