টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে, রবিবার ১৯ জানুয়ারি ২০২০, নাগরপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) আহবায়ক এমএ সালামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকট গৌতম চক্রবর্তী।
বাবু গৌতম চক্রবর্তী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকীতে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা বিএনপি।
এ উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।
Discussion about this post