মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃনাগরপুরে বৃহস্পতিবার সকাল ১১;৩০ মিঃ হতে বিকাল ৫:০০ টা পর্যস্ত নাগরপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা মৎস কর্মকর্তা এ অভিযান চালায়। এ অভিযানে ৭ জেলে আটক সহ মৎস ব্যবসায়ী হতে ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০০০ মিটার জাল জব্দ করা হয়।মা ইলিশ ধরা বহন করা বিক্রয় নিশিদ্ধ ঘোষনার পর, নাগরপুর থানা পুলিশ ও মৎস অফিসার হতে জানা যায়, উক্ত জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয় এবং উদ্ধার কৃত ইলিশ মাছ সদরের ৫ টি এতিম খানা ও মাদ্রাসাভিত্তিক এতিমদের বন্টন করে দেওয়া হয়।সেই সাথে জেলে ও ব্যবসায়ীদের আবারও সাবধান করে দেওয়া হয় যাহাতে এহেন কাজ তাহারা দ্বিতীয় বার না করেন। সরকারী বিধি মোতাবেক মা ইলিশ ধরা বহন করা দন্ডনীয় অপরাধ বলেও জানান দেয়া হয়।