নাগরপুর প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এর সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করেন নাগরপুর উপজেলা প্রশাসন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এর মতবিনিময় সভায় সহকারি শিক্ষা অফিসার জি এম ফুয়াদের স ালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখার সভাপতি সিরাজ আল মাসুদ প্রমুখ। এসময় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্য সহ অন্যান্য সংগঠনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান, বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনে এবং নাগরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এর আগে পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদ মিলানায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান নাগরপুরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীলসমাজ, ব্যবসায়ীবৃন্দ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, কলেজের অধ্যক্ষগণ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও মাদ্রাসার সুপার/অধ্যক্ষগণদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।