টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ী, বিবেকানন্দ জাগরনী সংঘ ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি পৃথক পৃথক ভাবে ২দিন ব্যাপী শ্রী শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা আরতি, নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, লীলা কীর্তন, প্রসাদ বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে। শুক্রবার (২৩ আগষ্ট) সকালে নাগরপুর কেন্দ্রীয় কালী বাড়ি তাদের শ্রীঅঙ্গন থেকে, বিবেকানন্দ জাগরনী সংঘ হরিভক্ত পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি শ্মশান ঘাট থেকে পৃথক পৃথক মঙ্গল শোভা যাত্রা বের করে। শোভাযাত্রাগুলো উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্ব স্ব স্থানে গিয়ে শেষ হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, রমেন্দ্র নারায়ন শীল, শম্ভু নাথ সাহা সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।